নিউজ ডেস্ক ,মু্শিদাবাদ :- এবার করোনা আক্রান্ত হলেন মুর্শিদাবাদের সালারের এক বাসিন্দা। সংবাদ সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তি ক্যান্সারের রুগী কিছু দিন পূর্বে তিনি চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। বৃহস্পতিবার তাঁর শরীরে করোনার লক্ষণ দেখা দিলে আত্মীয়রা তাকে বেলেঘাটা আইডিতে নিয়ে আসেন। সেখানে পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে বলেই জানা গেছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস জানান, সালারের বাসিন্দা এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়েছে কলকাতা। কোন কোন লোক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছে তার খোঁজ নেওয়া হচ্ছে। পরিবারেে ও প্রতিবেশী 31 জনকে সালার কমতীর্থে হোম কোয়ারেন্টনে পাঠানো হয়েছে ।