ঐতিহাসিক মুর্শিদাবাদের বহরমপুরে CPDRS,রাজ্য কমিটির উদ্যোগে দু’দিন ধরে সাধারণ বার্ষিক সভা ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হল
দেবাশিষ চক্রবর্তী ,বহরমপুর:- গতকাল (১৭-১৮ সেপ্টেম্বর ‘২২) থেকে ঐতিহাসিক মুর্শিদাবাদের বহরমপুরে CPDRS ( Centre for Protection of Democratic Rights and Secularism ) রাজ্য কমিটির উদ্যোগে দু’দিন ধরে সাধারণ বার্ষিক সভা ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সভায় প্রায় পাঁচ শতাধিক মানবাধিকার কর্মী ও নাগরিকর উপস্থিত ছিলেন। ঋত্বিক সদনের এই সভায় “আক্রান্ত গণতন্ত্র বিপন্ন মানবাধিকার ও ধর্ম নিরেপেক্ষতা রক্ষার সংগ্রামকে শক্তিশালী কর” এই শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন মানবাধিকার আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক সুজাত ভদ্র, ইউ টি আই এর সভাপতি সুদীপ্ত দাশগুপ্ত, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আলি হাসান প্রমুখ ব্যক্তিগণ।
আজ ১৮ সেপ্টেম্বর ‘২২ শহরের রবীন্দ্র সদনে বার্ষিক সাধারণ সভায় মানবাধিকার আন্দোলনের কর্মীরা মূল প্রস্তাবের সমর্থনে আলোচনা করেন। কমিটির অন্যতম উপদেষ্টা শ্রী সান্টু গুপ্ত মহাশয়ের গুরুত্বপূর্ণ বিশ্লেষণের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।