ধারাবাহিকভাবে ত্রাণ ও সাহায্য করে চলেছে জমিয়তে আহলে হাদীস পশ্চিম বঙ্গ

Spread the love

নিজস্ব সংবাদদাতা.উত্তর চব্বিশ পরগনা:- আজও বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিলিবন্টন করলেন জমিয়তে আহলে হাদীস পশ্চিমবাংলা সংগঠনটি।

হাসনাবাদ-হিঙ্গলগঞ্জের বিভিন্ন দুর্গত এলাকায় তারা ত্রাণ বিলি-বন্টন করেন। সংগঠনের রাজ্য সম্পাদক আলমগীর সরদার জানান, ভাঙ্গা বাঁধ মেরামতি হলেও এখনো বিভিন্ন এলাকা জলমগ্ন। তদুপরি বর্ষার আগমনে প্লাবিত এলাকার মানুষের দুর্ভোগের অন্ত নেই। আমফান ঝড়ে এবং বাঁধ ভাঙা জলে যাদের ঘরবাড়ি ভেঙেছে তারা বাড়িতে ফিরতে পারছেনা। বহু মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই। এমতাবস্থায় বহু মানুষের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তিনি সরকারের কাছে আবেদন রাখেন যে, ঝড়ে ক্ষতিগ্রস্ত ও বানভাসি মানুষ যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে পূর্বের মতো জীবনযাপন করতে পারে তার জন্য সুব্যবস্থা গ্রহণ করার। ত্রাণ বণ্টনে উপস্থিত ছিলেন প্রফেসর মেহেদী হাসান, হানিফ আল-হাদী, আব্দুল হামিদ ফাইজি, মেহেরুল মোল্লা, ইমতিয়াজ উদ্দিন, শিক্ষক জিয়ারুল ইসলাম, আনারুল ইসলাম, নাজিবুল্লাহ, তরিকুল ইসলাম প্রমুখ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.