বাজেটে এয়ার ইন্ডিয়া, LIC, ব্যাঙ্ক, বেসরকারীকরণ, এক দিন গোটা দেশকেই বেঁচে দেবে বললেন মমতা ব্যানার্জি
নি উ জ ডেস্ক :- চারদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করেন। ওই মঞ্চ থেকেই তিনি কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেন এদিন। চাঁছাছোলা ভাষায় আক্রমণ করতে গিয়ে তিনি ২০২১ সালের কেন্দ্রীয় বাজেটকে ‘হুক্কাহুয়া বাজেট’ আবার কখনও ‘ভেকধারী সরকারের ফেকধারী বাজেট’ বলেও কটাক্ষ করেন মমতা।
এদিন উত্তরবঙ্গ উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী বলেন, ‘এরা সব বিক্রি করে দেবে। সমস্ত সরকারি ক্ষেত্র বিক্রি করে দেবে, এক দিন গোটা দেশকেই বিক্রি করে দেবে। ব্যাঙ্ক থেকে বিমা, রেল, সেল, ভেল— সবই বেচে দেবে’। উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় বাজেট ভাষণে নির্মলা সীতারামণ জানান, বিমাক্ষেত্রে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন। এরই প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। এমনকি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন ‘এরপরও কি আপনারা ভোট দেবেন?’