মুখ্যমন্ত্রীর নির্দেশে “মা-প্রকল্পে” সারা কলকাতায় মিলবে ৫ টাকায় দুপুরের খাবার, পাশাপাশি সক্রিয় ভূমিকায় বেহালার বোরো-১৪
পরিমল কর্মকার (কলকাতা) : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও প্রচেষ্টায় কলকাতা পুরসভার অন্তর্গত ১৪৪ টি ওয়ার্ডেই এখন থেকে মাত্র ৫ টাকায় মিলবে দুপুরের খাবার। সরকারি উদ্যোগে গতকাল (সোমবার ১৫ ফেব্রুয়ারি) থেকেই শুরু হয়েছে এই কর্মসূচি। পাশাপশি ১৪ নম্বর বোরোর সমস্ত ওয়ার্ডেই এই কর্মযজ্ঞ চলছে বলে জানান ১৩২ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সঞ্চিতা মিত্র।
এব্যাপারে বোরো- ১৪’র দায়িত্বপ্রাপ্ত সঞ্চিতা মিত্র জানান, গতকাল (সোমবার) ১২৭ নম্বর ওয়ার্ডে সোনালী পার্কে “মা-প্রকল্পে”র উদ্বোধন হয়। ২০০ জনকে দুপুরের খাবার দেওয়া হয়েছে। এই উদ্যোগে সামিল হয়েছে দিশারী-২ স্বনির্ভর প্রকল্পের মহিলারা।
তিনি আরও বলেন, গতকাল অর্থাৎ প্রথম দিন ২০০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তবে আজ সরস্বতী পূজার দিন (মঙ্গলবার) থেকে ১৪ বোরোর অন্তর্গত ৭ টি ওয়ার্ডের প্রতিটিতেই ৫০০ জনের খাবারের ব্যবস্থা ছিল। প্রতিদিনই ৫ টাকায় মিলবে খাবারের কুপণ। প্রতিদিনের মেনু কি থাকছে ….? প্রতিবেদকের এই প্রশ্নে সঞ্চিতা মিত্র বলেন, “শাল পাতার থালায় পেট ভরে ভাত, ডিম, ডাল,সবজি, ইত্যাদি….” মূলতঃ অন্যান্য অঞ্চল থেকে কাজ করতে আসা শ্রমিক ও স্থানীয় দুঃস্থ মানুষের জন্যই মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এই প্রকল্প চালু করা হয়েছে বলে জানালেন তিনি।