আবাস যোজনার বাড়ি পরিদর্শনে খোদ বিডিও.
নিজস্ব সংবাদদাতা,সুতি:- পশ্চিম বঙ্গ সরকারের পক্ষ থেকে সারা রাজ্যে আশা ও আইসিডিএস কর্মীদের আবাস যোজনার বাড়ি তদন্ত করতে বলা হয়েছে। রাজ্যর বিভিন্ন প্রান্তে আশা এবং আইসিডিএস কর্মীরা বিডিও র কাছে ডেপুটেশন ও দেই বিভিন্ন দিক থেকে আসা চাপের কারণে।
আর আজ বিডিও এইচ এম রিয়াজুল হক নিজেই তালিকা অনুযায়ী তদন্ত করেন। সুতি -১ ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতের লালুপুর, কুসুমগাছি এবং নয়াগ্রাম গ্রামগুলি তদন্ত করলেন। গ্রামে গ্রামে একটা একটা করে বাড়ি গিয়ে জিজ্ঞেস করেন পরিবারের সঙ্গে। তিনি আরো বলেন যে, কাঁচা বাড়ি ছাড়া পাকা বাড়ি কোনও মতেই দেওয়া যাবে না। এমনকি তিনি এটাও জিজ্ঞেস করতে বলেন কোন দিনও প্রধান মন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছেন কি না।
এছাড়াও আশা এবং আইসিডিএস কর্মীদের পরিষ্কার করে জানান যে, কোনও প্রকারের রাজনৈতিক চাপ বা ধমকি আসলেই যেনো বিডিও কে ফোন করা হয়।
এক কথায় বিডিও এইচ এম রিয়াজুল হক পরিষ্কার করে জানিয়ে দেন যে, যারা বাড়ি পাওয়ার যোগ্য তারাই শুধু বাড়ি পাবে। কোনও প্রকারের রাজনৈতিক প্রেসার শোনা যাবে না, এলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।