বিনএস এফের উদ‍্যগে মিনি ম‍্যারাথন দৌড় পাঁচ কিলোমিটারের দক্ষিণ দিনাজপুরে

Spread the love

দিলদার সেখ,অয়ন বাংলা:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে 174 ব‍্যাটিলিয়ান সাথীমারি ক‍্যাম্প বি এসফে উদ‍্যাগে মিনি ম‍্যারাথউন দৌড় আয়োছন পাঁচ কিলোমিটার আয়জোন করা ও প্রতিযোগিদের জামা দেওয়া হয়ে । এদিন উপস্তিত ছিলেন ১৭৪ ব‍্যাটিনলিয় হাই কমন্ডার শ্রী হামস্বরাজ এসিষ্ট‍্যান কমান্ডার আসিস সুদ , কমান্ডার হিরন্দ্রনাথ সিং, ইউ এ মন্ডল, এছাড়া ও প্রাক্তন প্রধান মহানন মারডি । এই প্রসঙ্গে বি এস এফ হাই কমান্ডার হামস্বরাজ জানান তিনি এলাকা ১২ বছর উর্দে ছেলে দের এবং কম বয়ছে ছোটো ছেলেদের মোট মোট প্রতিযোগি ৩০০ জন কে ১৭৪ ব‍্যাটিনলিয় জামা দেওয়া হয়ে। পাশাপাশি পাচ কিলোমিটার ম‍্যারথন দৌড় পেত্নীদিঘি থেকে শুরু সাথীমারি ১৭৪ ব‍্যাটিনলিয় গিয়ে শেয়ে হয়ে । এদিন এই ম‍্যারাথ দৌড়ে প্রথম দুই জন হয়ে ১২ বছরে উরধে সুলতান মামুদ এবং ১২ বছর কম বয়েসে ছেলে মহিদ রেজা , এদের ট্রফি ও টাকা তুলে দেন বি এ সেফ হাই কমান্ডার হাম স্বরাজ ।

এবং রানাস হয়ে দুই জন, ১২ বছরে উরদ্ধে গোপাল সরকার, এবং কম বয়সে ছেলে তাজিরুল ইসলাম এদের বি এ সেফ জাওয়নেযরা রানাস ট্রফি তুলে দেন। এই প্রসঙ্গে ম‍্যারাথ দৌড় চাম্পিয়ান প্রথম সুলতান মামুদ জানান বি এ সেফ কে ধন্যবাদ জানাই আজ সকাল ৮ টা নাগাদ পাচ কিলোমিটার দৌড়ে আয়োজন করায় আজ প্রথম হয়েছি আগীমতে আরো বড়ো ইচ্ছা রয়েছে বলে জানান সুলতান মামুদ।