বর্ষা শেষ:- পশ্চিমবঙ্গের বর্ষাকালীন বৃষ্টিপাতের বন্টন এবং সংক্ষিপ্ত বিবরণ (জুন – সেপ্টেম্বর, ২০২১)

Spread the love

⭐ পশ্চিমবঙ্গের বর্ষাকালীন বৃষ্টিপাতের বন্টন এবং সংক্ষিপ্ত বিবরণ (জুন – সেপ্টেম্বর, ২০২১):

ওয়েব ডেস্ক :- 🔶 আজ ৩০শে সেপ্টেম্বর, হিসাব মতন আজই এবছরের বর্ষার খাতা বন্ধ করা হবে। আগামীকাল থেকে শুরু হবে ‘পোস্ট মুনসুন’ অর্থাৎ ‘বর্ষা পরবর্তী ঋতু’। বেশ কয়েকটি নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং অতিগভীর নিম্নচাপের দরুন সাগর থেকে প্রচুর আর্দ্র বায়ু প্রবেশের কারণে গতবারের তুলনায় এবারে দক্ষিণবঙ্গে বেশভালই বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গে বর্ষা খুব একটা ভালো হয়নি। বেশ কয়েকবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এখনো তা রয়েছে। সেই তুলনায় উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ও পার্বত্য এলাকায় ধ্বস তেমন হয়নি। এবারের বর্ষাকালের ব্যতিক্রমী ঘটনা হলো বেশিরভাগ নিম্নচাপই উড়িষ্যা দিয়ে স্থলভাগে প্রবেশ করলেও রাজ্যে অত্যাধিক মাত্রায় আর্দ্র বায়ু প্রবেশের কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলায়।

✳️ এবারে দেখে নেওয়া যাক রাজ্যের কোন অংশে কেমন বৃষ্টিপাত হলো:

🔴 জেলাভিত্তিক:
✅ দার্জিলিং ও কালিম্পং:- গড় বৃষ্টিপাত হয়েছে ২৩১২ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৭% কম।
✅ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার:- গড় বৃষ্টিপাত হয়েছে ২৬৪৭ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৭% কম।
✅ কোচবিহার:- গড় বৃষ্টিপাত হয়েছে ২৩২৭ মি.মি, যা স্বাভাবিকের থেকে ১০% কম।
✅ উত্তর দিনাজপুর:- গড় বৃষ্টিপাত হয়েছে ১০০৫ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৩৩% কম।
✅ দক্ষিণ দিনাজপুর:- গড় বৃষ্টিপাত হয়েছে ৮২০ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৩০% কম।
✅ মালদা:- গড় বৃষ্টিপাত হয়েছে ৬৯৪ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৩৮% কম।
✅ বীরভূম:- গড় বৃষ্টিপাত হয়েছে ১০৫৬ মি.মি, যা স্বাভাবিকের থেকে ১০% কম।
✅ মুর্শিদাবাদ:- গড় বৃষ্টিপাত হয়েছে ৯৭৫ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৯% কম।
✅ নদীয়া:- গড় বৃষ্টিপাত হয়েছে ৯২৭ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৩% বেশি।
✅ পূর্ব ও পশ্চিম বর্ধমান:- গড় বৃষ্টিপাত হয়েছে ১৪৮০ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৪৮% বেশি।
✅ পুরুলিয়া:- গড় বৃষ্টিপাত হয়েছে ১৩০৯ মি.মি, যা স্বাভাবিকের থেকে ২০% বেশি।
✅ বাঁকুড়া:- গড় বৃষ্টিপাত হয়েছে ১৬৬৬ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৪৪% বেশি।
✅ হুগলী:- গড় বৃষ্টিপাত হয়েছে ১২২০ মি.মি, যা স্বাভাবিকের থেকে ১৭% বেশি।
✅ উত্তর ২৪ পরগণা:- গড় বৃষ্টিপাত হয়েছে ১৮০৪ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৪২% বেশি।
✅ দক্ষিণ ২৪ পরগণা:- গড় বৃষ্টিপাত হয়েছে ২০৭৩ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৩৮% বেশি।
✅ কলকাতা:- গড় বৃষ্টিপাত হয়েছে ১৭৭০ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৩৩% বেশি।
✅ হাওড়া:- গড় বৃষ্টিপাত হয়েছে ১৭০৩ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৪২% বেশি।
✅ পূর্ব মেদিনীপুর:- গড় বৃষ্টিপাত হয়েছে ১৮৪৪ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৪১% বেশি।
✅ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম:- গড় বৃষ্টিপাত হয়েছে ১৭৬৫ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৪৯% বেশি।

🔴 সাব-ডিভিশন ভিত্তিক:
✅ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম: গড় বৃষ্টিপাত হয়েছে ১৭৯৪ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৯% কম।
✅ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ: গড় বৃষ্টিপাত হয়েছে ১৫৪৮ মি.মি, যা স্বাভাবিকের থেকে ৩১% বেশি।

🔴 সমগ্র রাজ্যভিত্তিক:
✅ গড় বৃষ্টিপাত হয়েছে ১৬০৯ মি.মি, যা স্বাভাবিকের থেকে ১৫% বেশি।

📑 তথ্য: ভারতীয় মৌসম বিভাগ

#আপডেট: ৩০শে সেপ্টেম্বর ২০২১, সন্ধ্যা ৫:৪০ মিনিট

 

সৌজন্য :- আবহাওয়া বিভাগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.