চাঁচলকে পৌরসভা করার আশ্বাস ফিরহাদের
মহম্মদ নাজিম আক্তার,চাঁচল,অয়ন বাংলা , প্রার্থীদের ভীত শক্ত করতে শনিবার মালদহের চাঁচল বিধানসভার কলম বাগানে নির্বাচনী জনসভায় আসে রাজ্য পৌর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।উপস্থিত ছিলেন চাঁচল মহকুমার চারজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাজমুল হোসেন,নিহার রঞ্জন ঘোষ,আব্দুর রহিম বক্সি ও সমর মুখোপ্যাধ্যায়।এছাড়াও ছিলেন রাজ্য সভার সাংসদ তথা মালদা জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম নূর,মালদা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর বাবলা সরকার,জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সহ জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব।
মূলত চাঁচল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইংলিশ বাজারের বিদায়ী বিধায়ক নিহার রঞ্জন ঘোষ।তিনি ইংলিশ বাজারের পৌরসভা দীর্ঘদিন চালিয়েছেন।চাঁচলে পৌরসভা গঠন করতে পূর্ণ সহযোগিতায় থাকবে নিহারই বলে আবেগঘনিয়ে বলেন পৌর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।এমনকি তার কাছে একাধিক বার চাঁচলকে পুরসভা গঠনের জন্য আবেদন জানিয়েছেন নিহার।রাজ্য সভার সাংসদ মৌসম নূরও একথা জানিয়েছেন ফিরহাদ কে।তবে এদিন চাঁচল কলমবাগানে নির্বাচনী জনসভায় চাঁচল বাসীকে জানিয়ে দিলেন,একুশের নির্বাচন ঘোষনার আগেই চাঁচলকে পৌরসভা গঠনের জন্য রাজ্যপালের অনুমোদন মিলে গেছে।নিহার রঞ্জনই এখানে পৌরসভা গঠনে সহায়তা করবে।ভোটের দোড়গোড়ায় এমন আশ্বাসকে মানতে নারাজ বিরোধীরা।বিরোধীদের বক্তব্য,২০১৬ সালে বিধানসভা নির্বাচনে ঠিক চাঁচলের কলম বাগানেই আশ্বাস দিয়ে গেছিলেন খোদ মুখ্যমন্ত্রী চাঁচলকে পৌরসভা গঠন করা হবে।