ক্ষুধা সূচকে নেপাল,বাংলাদেশ ও পাকিস্তান থেকেও পিছিয়ে ১০১ তম স্থানে নেমে গেল ভারত

Spread the love

ওয়েব ডেস্ক :- প্রতিবেশী নেপাল (৭৬), বাংলাদেশ (৭৬), মায়ানমার (৭১) এবং পাকিস্তানের (৯২) মতো দেশগুলো ‘ভয়াবহ ক্ষুধা’ শ্রেণীর মধ্যে রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে ভারত এই দেশগুলোর থেকেও অনেকটাই পিছিয়ে। গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে (GHI) ১০১ তম স্থানে নেমে গেল ভারত। আইরিশ সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং জার্মান সংগঠন ওয়েল্ট হাঙ্গার হিলফের যৌথ প্রতিবেদনে ভারতের এই ক্ষুধার মাত্রাকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে, ১০৭ টি দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল ৯৪ তম। বর্তমানে ১১৬ টি দেশের মধ্যে ভারতের স্থান ১০১তম। বৃহস্পতিবার গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের ওয়েবসাইটে ২০২১ সালের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। পাশাপাশি ভারতের GHI স্কোরও হ্রাস পেয়েছে। ২০০০ সালে যেখানে স্কোর ছিল ৩৮.৮ সেখানে ২০১২ থেকে ২০২১-এর সময়পর্বে এই স্কোর ২৮.৮ – ২৭.৫-এর পরিসরে রয়েছে।

সৌজন্য :- পূবের কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.