বাংলাদেশ ভুটানের নীচে ভারত , দেশকে ডোবাচ্ছেন মোদী! ২০১৪ থেকে ভুল পথে চলছে , প্রখর সমালোচনা অমর্ত্যর

Spread the love

অয়ন বাংলা,নিউজ ডেস্ক :- গোটা দেশকে আজ ধ্বংশের মুখে ঠেলে দিচ্ছে মোদি সরকার।নোটবন্দি থেকে ব্যাঙ্ক সংযুক্তিকরণ ,লক্ষ লক্ষ কোটি টাকা মোদির প্রচার ,পরিকল্পনা হীণ খাতে লাগাম ছাড়া খরচ .আদানী আম্বানীদের হাতে ভারতের অর্থনীতি পাঠ তুলে দেওয়া ,নীরব মোদী ,ললিত মোদী ,বিজয় মালিয়াদের ব্যাঙ্কের টাকা লুঠ করে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করা । এক কথায় দেশকে আজ এক গভীর খাদে নিমজ্জিত করে চলেছে চা ওয়ালা মোদিজী। ভুল পথে পা বাড়িয়ে ক্রমশ তলিয়ে যাচ্ছে দেশ। কোথায় এগিয়ে যাওয়ার কথা, না ক্রমশ পিছিয়ে পড়ছে। এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে ২০১৪ সাল থেকে। নরেন্দ্র মোদীর শাসনকালকে ফের একবার সমালোচনায় বিঁধলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ভারত বর্তমানে এই উপমহাদেশের মধ্যে দ্বিতীয় নিকৃষ্টতম স্থানে অবস্থান করছে।

অমর্ত্য সেনের কথায়, ২০১৪ সাল থেকে যা হচ্ছে, সবটাই ভুল হচ্ছে। গতিশীল অর্থনীতির দিকে ঝাঁপাতে গিয়ে যে পথ বেছেছে তা একেবারেই ভুল পথ। সেই কারণেই পিছিয়ে পড়তে পড়তে একেবারে নিচে নেমে গিয়েছে দ্রুত অর্থনীতির দেশ হিসেবে। এই মুহর্তে ভারতের অবস্থান পাকিস্তানের উপরে। আর ভারতের উপরে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান- সবাই।

এদিন, নিজের লেখা একটি বই উদ্বোধন করতে গিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করেন অমর্ত্য সেন। শুধু অর্থনীতি নয়, জাতপাতের রাজনীতি, ধর্মীয় বিভাজন নিয়েও বিজেপি সরকারকে একহাত নেন বিশ্বজয়ী অর্থনীতিবিদ। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিক শ্রেণির কথা ভাবেনি। তাঁদেরও যে অধিকার আছে, সে কথা ভুলে গিয়েছে এই সরকার।

তিনি এদিন বলেন, বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে, বিরোধী জোটের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ আজকে আর লড়াইটা নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীর মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের লড়াইটা সারা ভারতের, সমগ্র ভারতবাসীর। এর আগেও নোবলজয়ী অর্থনীতিবিদ বিজেপি সরকার ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছিলেন। আবারও তিনি কঠোর সমালোচনা করলেন বর্তমান সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.