কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানকে পাত্তাই দেবে না ভারত: আকবরুদ্দিন

Spread the love

অয়ন বাংলা, নিউজ ডেস্ক:- কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানকে খাপ খুলতে দেবে না ভারত৷ একেবারে দাবড়ে বসিয়ে দেব৷ এমনটাই বললেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিন৷ সেই সঙ্গে তিনি জানান ওই অধিবেশনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পাশপাশি তাঁর দাবি এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে পাকিস্তানের চেয়ে সহস্র যোজন এগিয়ে ভারত৷ আর তাই ২১ থেকে ২৭ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অন্তত তিনবার দ্বিপাক্ষিক আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে৷ সেদিক থেকে ইমরান এতবার ট্রাম্পের সঙ্গে কথা বলার এত ঘন ঘন সু়যোগই পাবেন না৷ পাকিস্তানকে হুঁশিয়ার করে আকবরুদ্দিন সাফ জানান,  কাশ্মীর নিয়ে আলটপকা মন্তব্য করলে তার কড়া জবাব দিতে প্রস্তুত ভারত৷ পাক যত জোরে এই নিয়ে চেঁচাবে তার দ্বিগুন জোর দেখাবে ভারত৷ সাফ কথা আকবরউদ্দিনের৷

২২ সেপ্টেম্বর হাউস্টনে ৫০ হাজার প্রবাসী ভারতীয়দের সামনে একই মঞ্চে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ অনুষ্ঠানের নাম হাইটি মোদী৷ এরপর ২৪ সেপ্টেম্বর ভারত-মার্কিম বাণিজ্য সংক্রান্ত বৈঠকে ফের মিলিত হবেন এই দুই রাষ্ট্রনায়ক৷ তারপর ফের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এই দুজন ছাড়াও তাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ পাকিস্তান কূটনৈতিকবাবে যাতে কোনো সুবিধে আদায় করতে না পারে তার জন্য পুরোপুরি তৈরি হেয়আছে ভারত৷ এমনটাই জোর গলায় জানালেন আকবরউদ্দিন৷ তাঁর সোজা কথা, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ রাষ্ট্রসংঘে ফের আন্তর্জাতিক মহলকে বোঝাবে ভারত৷

৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা লোপ করেছে কেন্দ্রীয় সরকার৷ তারপর থেকে কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু করতে মরীয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে পাকিস্তান৷ তবে এই নিয়ে ইমরানের দেশ বার বার আন্তর্জাতিক মহলে ধাক্কা খাচ্ছে৷ এর আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষেদ কাশ্মীর ইস্যুতে চিন ছাড়া কোনও স্থায়ী সদস্যর সমর্থন জোগার করতে পারেনি পাকিস্তান৷ সম্প্রতি ইওরোপিয়ান দেশগুলি কাশ্মীরের বিষয়ে ভারতকেই সমর্থন করেছে৷ এমনকী আমেরিকাও এই বিষয়ে মোদীর পাশে আছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.