ফোনে প্রতারণার মাধ্যমে ব্যাংকের টাকা উধাও করছে জলিয়াতরা
পরিমল কর্মকার (কলকাতা) : গত কয়েকদিন ধরেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিভিন্ন ব্যক্তির মোবাইলে প্রতারণার মাধ্যমে তাদের ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব করছে একশ্রেণির প্রতারকরা।
উল্লেখ্য, এই ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি। তবুও সাধারন মানুষের স্বার্থেই ABN News এর পক্ষ থেকে এই ভিডিওটা আমরা সম্প্রচার করলাম। যাতে মোবাইলে এই ধরনের ভুয়া বার্তা এলে মানুষ যেন জালিয়াতির ফাঁদে না পড়েন। প্রয়োজনে তারা যেন সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।
![](https://ayanbangla.in/wp-content/uploads/2022/06/tea.jpeg)
![](https://ayanbangla.in/wp-content/uploads/2022/05/Ads.jpeg)