চতুরঙ্গ নাট্য সন্ধ্যা – ২০২২

Spread the love

চতুরঙ্গ নাট্য সন্ধ্যা – ২০২২

 

আনিসুর রহমান,কলকাতা : গত ২১শে আগস্ট অশোকনগর অন্তহীন কলাক্ষেত্রের অন্তহীন ইন্টিমেট স্পেসে অনুষ্ঠিত হলো ‘চতুরঙ্গ’ – চারটি নাট্যদলের চারটি ভিন্নধর্মী নাটক ।

রবিবারের এই নাট্য সন্ধ্যায় উপস্থাপিত হলো কোলকাতা রঙ্গশীর্ষের বহু প্রশংসিত নাটক “কেকয় কন্যা” । নির্দেশনায় মনোজিৎ মিত্র । চিরাচরিত পরিচিত রামায়ণের কেকয়ী’র অনেক অজানা সত্যকে অন্য ভাবে উপস্থাপন করা হয়েছে এখানে । এর সাথে ছিল অসাধারণ নৃত্যশৈলী এবং মঞ্চভাবনা ; সাথে আবহ বিন্যাসও যথাযথ । অভিনয়ে ছিলেন কেকয়ী চরিত্রে পৃথা ভট্টাচার্য, মন্থরা চরিত্রে প্রীতি চৌধুরী এবং দশরথ চরিত্রে সৌরভ আচার্য্য । সামগ্রিক বিন্যাস নির্দেশক স্বয়ং ।

 

এর পাশাপাশি ছিল আরো সহযোগী বন্ধু নাট্যদল যথাক্রমে জেড থিয়েটার প্রযোজিত ”আত্মহত্যা” । নির্দেশনায় চিত্র পরিচালক শঙ্খ ঘোষ । অপর নাটক আড়িয়াদহ নাট্যপীঠ প্রযোজিত এবং অসীম ভট্টাচার্য নির্দেশিত নাটক “অবাক জলপান”। সর্বোপরি দক্ষিনেশ্বর চরৈবেতি নাট্যদল প্রযোজিত নাটক “দিল দরিয়া” । নির্দেশনা ঋক দত্ত। এই চতুরঙ্গ নাট্যসন্ধ্যায় উপস্থাপিত চারটি নাটকেই সকলের অভিনয় ও সামগ্রিক বিন্যাস ছিল বেশ তাৎপর্যপূর্ণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.