কলকাতার পাশেই তেলের খনি, দেখতে আসছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

Spread the love

নিউজ ডেস্ক: – কলকাতার পাশেই তেলের খনি।   বিশ্ব তেল মানচিত্রে এবার নাম তুলতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। আর এবার সেই তালিকায় নাম তুলতে ভরসা আরও দৃঢ় করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।চলতি মাসের গোড়ার দিকেই অশোকনগরে মাটির তলায় খুঁজে পাওয়া তেল পরীক্ষার জন্য হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের পরিশোধনাগারে পাঠায় ওএনজিসি। আর তার রিপোর্টে জানানো হয়েছে, ওই তেল বাণিজ্যিকভাবে উৎপাদন করা যেতে পারে।
বেশ কয়েক দশক ধরে এমনই দাবি করে আসছিল তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান‌কারী সংস্থাগুলি। সেই সম্ভবনা যে সত্যি বৃহস্পতিবার তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, কলকাতা থেকে ৪৭ কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে হাবড়া–নৈহাটি রাস্তার পাশে বাইগাছি মৌজায় তেল ও প্রাকৃতিক গ্যাসের ভূগর্ভস্থ মজুত তেলের বাণিজ্যিক উৎপাদন দ্রুত শুরু করতে চায় কেন্দ্র।
শুক্রবার বণিকসভা এমসিসিআই–এর অনলাইন বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, আগামী সপ্তাহে অশোকনগরে হাবড়া–নৈহাটি সড়কের পাশে বাইগাছি মৌজায় তেল ও প্রাকৃতিক গ্যাসের ওই বৃহৎ ভাণ্ডার দেখতে যাবেন তিনি। এই প্রথমবার পশ্চিমবঙ্গে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন ও উৎপাদনের বিষয়ে কেন্দ্র যথেষ্ট আশাবাদী বলেও এদিন জানান মন্ত্রী। জানা গিয়েছে, তেল ও গ্যাস উৎপাদন করার জন্য ১০০টি কুয়ো খনন করা প্রয়োজন। তার জন্য রাজ্য সরকারের কাছ থেকে আপাতত সাড়ে তিন একরের মতো জমি পেয়েছে ওএনজিসি। কিন্তু, এই মুহূর্তে উৎপাদনের খাতিকে দরকার আরও ২০ একর জমি। রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে সে ব্যাপারে প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

 

সৌজন্য :- bbp news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.