ওয়েড ডেস্ক :- রাজ্যে কোভিড সংক্রান্ত নিয়ন্ত্রণবিধির মেয়াদ ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হল। সেই সঙ্গে কোভিড নিয়ন্ত্রণ বিধিতে কিছু ছাড় এবং কিছু বাড়তি বিধি নিষেধও আরোপ করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিবের তরফে জারি করা একটি নোটিসে জানানো হয়েছে, শনিবার, ৩১ জুলাই থেকেই জারি হবে।
করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যজুড়ে জারি কোভিড বিধিনিষেধ। ১ আগস্ট থেকে বিধিনিষেধের ক্ষেত্রে আরও ছাড় কি মিলবে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চতুর্দিকে। এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যবাসীর সংশয় দূর করল রাজ্য সরকার। আগামী ১৫ আগস্ট পর্যন্ত ফের বাড়ল বিধিনিষেধ।
নবান্নের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতেই উল্লেখ রয়েছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাড়ল কোভিড বিধিনিষেধের সময়সীমা। সরকারি কোনও অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। তবে আসন সংখ্যার ৫০ শতাংশ লোকজন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে মানতে হবে কোভিড বিধিনিষেধ। অনুষ্ঠানে উপস্থিত সকলকে পরতে হবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজার।
সৌজন্য :- আনন্দ বাজার পত্রিকা,সংবাদ প্রতিদিন