এলাকা নিয়ন্ত্রণ, ভরসা দিতে কান্দীতে জেলার প্রশাসনিক কর্তাদের সাথে বাহিনীর রুট মার্চ

Spread the love

এলাকা নিয়ন্ত্রণ, ভরসা দিতে কান্দীতে জেলার প্রশাসনিক কর্তাদের সাথে বাহিনীর রুট মার্চ

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ:
জলপাই রঙের পোশাক। আর ভারী বুটের আওয়াজ। ভোটের বঙ্গে এ ছবি নতুন নয়। তবে এ বার যেটা নজরে এসেছে তা হল, ভোটের দিনক্ষণ ঘোষণা বা নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগেই রাজ্যে বাহিনী এসেছে। তারা টহলও শুরু করেছে অনেক আগেই।
চলতি বছরের বিধানসভা নির্বাচনে কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না সেটা আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। বিরোধীরাও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কাছে নালিশ জানিয়েছিলেন। তাই কমিশনের নির্দেশে বাহিনী আসার পরই ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং এলাকায় নিয়ন্ত্রণ কায়েম করতে শুরু হয়েছিল রুট মার্চ।নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর শুক্রবার সকালে
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে রুট মার্চ করলো কান্দী মহকুমা প্রশাসন । রুট মার্চের নেতৃত্বদেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক শরদকুমার দ্বিবেদী,মুর্শিদাবাদ জেলা আরক্ষাধ্যক্ষ কে শবরি রাজকুমার আই পি এস ,কান্দী মহকুমার মহকুমা শাসক রবি আগরওয়াল, একটা কান্দী মহকুমা আরক্ষা আধিকারিক মানব পিংলা, কান্দী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিরঞ্জন মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক কর্তা,কেন্দ্রীয় বাহিনী একযোগে রুট মার্চ সারলেন।এদিনের এই রুট মার্চের পাশপাশি প্রশাসনিক কর্তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ‘পরিস্থিতি’ বোঝার চেষ্টা করেন।কান্দীর বেশকয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র ও কান্দী মহকুমার ডিসিআরসি পর্যবেক্ষণ করেন বলে জানালেন মুর্শিদাবাদ জেলা শাসক ও মুর্শিদাবাদ জেলার আরক্ষাধ্যক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.