নিজস্ব সংবাদদাতা :- বহরমপুর রাধারঘাটে বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে *জাতীয় বিজ্ঞান দিবস* পালন করা হলো। আজকের অনুষ্ঠানে শ্রদ্ধেয় বিজ্ঞানী সি ভি রমনের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে এই স্মরণীয় বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর তাঁর জীবন, কাজ এবং আজকের দিনটির তাৎপর্য ও প্রাসঙ্গিকতা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাননীয়া ডঃ শুক্লা মন্ডল এবং মাননীয় শ্রী কাঞ্চন ভাদুড়ি মহাশয়।
এরপর বিজ্ঞান সচেতনতা প্রসারের উদ্দেশ্যে বুজরুকি বিরোধী প্রদর্শনী দেখায় শৌভিক,সুদীপ্ত, সায়ন ও সৈকত।
আমাদের তরুণ ব্রিগেডসহ বাইশজন বিজ্ঞানকর্মী আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । কচিকাচা ও বড়োমানুষ মিলিয়ে প্রায় একশজন দর্শক- শ্রোতা উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিজ্ঞান কেন্দ্রের সভানেত্রী মাননীয়া শিল্পী সেন মহাশয়া। উপস্থিত ছিলেন নতুন এক আজীবন সদস্য।