বসন্তের রং
রাজেন্দ্র কুমার মন্ডলআমারও না খুব ইচ্ছা করছিলো
বসন্তের রং দিয়ে ভরিয়ে দিতে
তোমার ওই দুটি গাল ,
কিন্তু অন্তরের একটা ভয়
আমাকে থামিযে দিলো
ভাবলাম, আমার দেওয়া রংতুমি কি গ্রহন করবে?
তাই আর রং দেওয়া হল না।বসন্তের কোকিলের মতো
কুহুকুহু সুরে আমার ও ইচ্ছে করছিল
গান গাইতে ,
কিন্তু আমি অক্ষম হলাম
ভাবলাম , তুমি কি শুনবে সে গান?
যে গানে নেই কোনো রস, গন্ধ, মাধুর্য
তাই আর গাওয়া হলনা।আমিও চেয়েছিলাম
সকলের মতো,আমিও তোমার হাত ধরে ,রংমেঘে পথ চলবো
কিন্তু ভাবলাম তুমি কি ধরবে আমার হাত?
তাই আর চলা হলো না।রয়ে গেলো সবই মনের অন্তরে
সুপ্ত বাসনা গুলো বারে বারে মনে পড়ে।
তোমার ইচ্ছার প্রশ্নতে
আমার কবিতা অসমাপ্ত আছে পড়ে।।
===================================
বিরহ বিলাসী
ইনামূল ভূঁইয়াকেঁদে কেঁদে চোখ সাগর হয়
পাসনি কি তুই দেখতে,
বাসতিস কত ভালো আমায়
পারিনি তোকে বুঝতে।
নীল,লাল কত রঙিন সপন
দেখেছি তোকে নিয়ে,
লক্ষ কোটি বার হয়েছে
তোর সাথে মোর বিয়ে।
বিরহ আজ বিলাসী জীবন
আমার হৃদয় জুড়ে,
পাবি নাকো এক চিলতে
নিরেট সুখ খুঁজে।
জানি তুই বাসিস না ভালো
অনেক মন্দ আমি,
বিয়ের পিঁড়িতে বসলি কেন?
বানালি কেন স্বামী?
সমাজ ভয় করছিস তুই!
অবাক!আমি ভেবে,
কেউ দেবেনা দু’মুঠো ভাত
পেট যদি যায় ফেঁপে।
ধন্যবাদ আপনার চ্যানেল এর এডিটর কে
ধন্যবাদ 😌