ওয়েবডেস্ক:- আশার কথা শোনালেন ভারতের ডাক্তার । আর দু-তিন মাসের অপেক্ষা, তারমধ্যেই করোনা ভাইরাসের ওষুধ বাজারে চলে আসতে পারে। এদিন অনেকটা আশা জাগিয়ে এমনই মন্তব্য করেছেন এইমসের ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, চলতি বছরের শেষে বা ২১ সালের প্রথমদিকেই এর ভ্যাকসিনও বাজারে চলে আসার সম্ভাবনা রয়েছে প্রবল।
ডাঃ গুলেরিয়ার এই কথায় বিশেষত ভারতীয়দের অনেকটাই স্বস্তি হবে। কেননা বর্তমানে সংক্রমণের সর্বাধিক বৃদ্ধি ভারতেই লক্ষ্য করা যাচ্ছে। রোজই প্রায় ১০ হাজার মানুষ সংক্রামিত হচ্ছেন গড়ে। মৃত্যুও হচ্ছে শয়ে শয়ে। এমনকি ইটালিকে চাপিয়ে করোনা বিপর্যস্ত দেশের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারতের স্থান। এই পরিস্থিতিতে এইমসের প্রধান জানান, আমাদের এই মুহূর্তে চেষ্টা করতে হবে সংক্রমণ যাতে ন্যূনতম হারে ছড়ায়। এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় যে এত মানুষ আক্রান্ত হতে শুরু করলেন যে তাদের চিকিৎসা দেওয়ার পরিকাঠামোই আমাদের কাছে রইল না। তবে জনসংখ্যার হিসেবে করোনা আক্রান্তের সংখ্যা যে আমাদের দেশে বেশি হবেই সেটাও জানিয়ে দেন তিনি। তবে ভারতে মৃত্যুর হার কম হওয়া যে একটা ইতিবাচক বিষয় সেকথাও উল্লেখ করেন তিনি।
এই রকম এক পরিস্থিতিতে যদি সত্যি সত্যই ভ্যাকসিন আবিষ্কার হয় তাহলে গোটা দেশ সহ গোটা বিশ্ব আবার নিজের গতিতে চলতে শুরু করবে।
দেশের আর্থিক অবস্থা ফেরানোর স্বার্থে লকডাউন তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেলেও মানুষকে এখন অনেক বেশি সাবধান থাকতে হবে বলে জানান তিনি। বিধিনিষেধ শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে জনসাধারণের দায়িত্বও বেড়েছে, সেটা মাথায় রাখতে হবে। এদিনের সাক্ষাৎকারে মাস্ক পরা ও সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার উপর বিশেষ জোর দেন তিনি।
এখন দেখার কবে সেই মাহেন্দ্রখণআসে।
সৌজন্য:- mahanagar 24×7