কান্দির স্বরুপখালির মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শুরু করতে চলেছে সেচ দফতর

Spread the love

কান্দির স্বরুপখালির মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শুরু করতে চলেছে সেচ দফতর

নিজস্ব সংবাদদাতা,কান্দিঃ কান্দির মাস্টারপ্ল্যানের জন্য বরাদ্দ ৪৩৯ কোটি টাকার মধ্যে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত খরচ হয়েছে এই প্রকল্পে মোট ৩২৮ কোটি ৭০ লক্ষ টাকা। কান্দির বিধায়ক অপূর্ব সরকার মঙ্গলবার সেচ ও জলপথ বিভাগের কাছে এই তথ্য পেয়ে জানিয়েছেন, ‘বিধানসভায় গত ৯ নভেম্বর আবেদন করা হয়েছিল দুটি বিষয়। প্রথমত কান্দির মাস্টার প্ল্যান কি অবস্থায় রয়েছে। দ্বিতীয়তঃ এখনও পর্যন্ত কান্দির মাস্টারপ্ল্যানে ৪৩৯ কোটি টাকার মধ্যে কত টাকা খরচ হয়েছে। এর উত্তরে ডেপুটি সেক্রেটারি সেচ ও জলপথ বিভাগ জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর ২০২১ এর সাপেক্ষে কান্দির মাস্টারপ্ল্যান প্রকল্পের মোট ৩২৮ কোটি ৭০ লক্ষ টাকা খরচ হয়েছে। এছাড়া কান্দির মাস্টারপ্ল্যানের অন্তর্গত স্বরুপখালির কাজ কবে নাগাদ সম্পূর্ণ হবে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট দফতরের ডেপুটি সেক্রেটারি জানিয়েছেন, ‘কান্দি

শহর ও সন্নিহিত এলাকায় অবস্থিত ৮ দশমিক ৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্বরুপখালি নিকাশি নালার সংস্কারের সংস্থান কান্দি মাস্টারপ্ল্যান প্রকল্পে রয়েছে। কিন্তু খাল বরাবর প্রচুর বসতি থাকায় খাল সংস্কারের কাজ এখনো করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতি বিচার করে খাল সংস্কারের নকশা নতুন করে পরিকল্পিত হচ্ছে। এটি চূড়ান্ত হলে খাল সংস্কারের কাজ শুরু করা যাবে। অপূর্ব সরকার আরও জানিয়েছেন, কান্দি মহকুমার বন্যা মোকাবিলার জন্য প্রায় আট বছর আগে কেন্দ্র সরকার বাজেটে কান্দির মাস্টারপ্ল্যানের জন্য ৪৩৯কোটি টাকা বরাদ্দ করে। ওই মাস্টারপ্ল্যানের কাজ কান্দি মহকুমা জুড়ে অব্যাহত। তার পরেও কান্দির স্বরুপখালির সংস্কারের কাজ এখনো শুরু হয়নি। আমি এই নিয়ে বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে আবেদন রাখলে সংশ্লিষ্ট দফতর এই উত্তর দেন। আমি চাই মাস্টারপ্ল্যানের অধীন স্বরুপখালির কাজ দ্রুত শুরু হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.