কলকাতা ও হাওড়ার পুর-ভোট নিয়ে অনিশ্চয়তা, বিজ্ঞপ্তি জারি করবেনা নির্বাচন কমিশন ,মামলা চলাকালীন

Spread the love

কলকাতা ও হাওড়ার পুর-ভোট নিয়ে অনিশ্চয়তা, বিজ্ঞপ্তি জারি করবেনা নির্বাচন কমিশন  মামলা চলাকালীন

পরিমল কর্মকার (কলকাতা) : অনিশ্চয়তার মুখে এখন কলকাতা ও হাওড়া-র পুর ভোটের ভবিষ্যৎ। অবশ্য কিছুদিন আগে রাজ্য সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে রাজ্য নির্বাচন কমিশন মোটামুটি ঠিক করে ফেলেছিল আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই দুটি পুরসভার নির্বাচন। তাই আগামী ২৫ নভেম্বরের মধ্যে যে কোনোদিন তারা বিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্ত গত সপ্তাহে বিজেপি নেতা প্রতাপ বন্দোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। যাতে বলা হয়, শুধু মাত্র কলকাতা ও হাওড়া এই দুটি পুরসভায় কেন ভোট হবে ? ভোট হলে রাজ্যের সমস্ত পুরসভাগুলির ভোট কেন একসঙ্গে করা হচ্ছে না ?

মঙ্গলবার এই নিয়ে শুনানি চলাকালীন সময়ে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের আইনজীবীকে এর ব্যাখ্যা দিতে বলেন। প্রত্যুত্তরে কমিশনের আইনজীবী জানান, পরবর্তীতে তারা একটি হলফনামা জমা দেবেন। তখন ডিভিশন বেঞ্চ  কে  কমিশন জানান , মামলার শুনানি চলাকালীন এখনই ভোটের কোনও সার্কুলার জারি করা করবে না । আর এই নির্দেশের ফলেই অনিশ্চিত হয়ে পড়লো কলকাতার ১৪৪ টি ওয়ার্ড ও হাওড়ার ৫০ টি ওয়ার্ডের পুর-ভোটের ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.