রাজ্যে মবলিঞ্চিং বিরোধী আইন দ্রুত প্রণয়নের দাবি তুললো সংখ্যালঘু যুব ফেডারেশন
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:- পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হওয়া মবলিঞ্চিং বিরোধী বিলকে দ্রুত আইনে রূপান্তরিত করার দাবি তুললো সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। শনিবার পার্কসার্কাসে সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল ও সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের নবগঠিত রাজ্য কমিটির সভায় এই দাবি তোলেন মহঃ কামরুজ্জামান। মহঃ কামরুজ্জামান বলেন সম্প্রতি পশ্চিমবঙ্গে দিনের পর দিন মবলিঞ্চিং ঘটছে,আর প্রতিটি ক্ষেত্রে এই গণপিটুনির শিকার হচ্ছে সংখ্যালঘু যুবকরা। রাজ্য সরকার বিধানসভায় মবলিঞ্চিং বিরোধী বিল পাস করলেও তা ঠান্ডা ঘরে আটকে রয়েছে, আমরা চাই মমতা ব্যানার্জির সরকার দ্রুত রাজ্যে মবলিঞ্চিং বিরোধী আইন কার্যকরী করুন।
এদিন রাজ্য কমিটির সভা থেকে ৯৮ জনের একটি পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষিত হয়। এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসব্যাপী সংগঠনের জেলা ও ব্লক স্তরের সম্মেলন করার কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন কাসেমী।