পুজোতে ক্লাবগুলিকে অনুদান দিতে কোনো বাধা নেই জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ
পরিমল কর্মকার (কলকাতা) : মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানিয়ে দিলেন, দুর্গাপূজায় রাজ্য সরকারি অনুদানে কোনো বাধা নেই। এরফলে পুজোতে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের আর কোনো বাধাই রইলো না।
প্রসঙ্গত: ক্লাবের পুজো উদ্যোক্তাদের এবছর ৫০ হাজার টাকার পরিবর্তে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য সরকারের কোষাগার থেকে খরচ হবে প্রায় ২৪০ কোটি টাকা। মূলতঃ অনুদান নিয়েই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। তৈরি হয় নানা আইনি জটিলতা।
অভিযোগ ওঠে সাধারণ মানুষের দেওয়া ট্যাক্সের টাকা সরকার এইভাবে দান-খয়রাতি করতে পারেনা। নিয়মানুযায়ী জনগনের দেওয়া ট্যাক্সের টাকা রাজ্যের উন্নয়নের জন্য খরচ করা যায়। এনিয়ে চলে নানা চাপান-উতর। রুজু হয় ৫টি জনস্বার্থ মামলা। তবে মঙ্গলবার এই মামলার রায় দিতে গিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিদ্বয় এক নির্দেশে জানিয়ে দিয়েছেন, ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।