প্রয়াত তৃণমূল বিধায়ক অবনী মোহন জোয়ারদার
পরিমল কর্মকার (কলকাতা) : শুক্রবার ভোর ৪ টে নাগাদ প্রয়াত হলেন তৃণমূল বিধায়ক অবনী মোহন জোয়ারদার। তিনি তৃনমূলের টিকিটে কৃষ্ণনগর (উত্তর) বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ ও ২০১৬ সালে পর পর দু বার বিধায়ক নির্বাচিত হন। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
উল্লেখ্য, ২০১৬ সালে তার সেরিব্রাল স্টোক হয়। সাময়িক বিপর্যয় কাটিয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন। তারপর আবার ২০১৮ সালে তিনি কিছুদিনের জন্য অসুস্থ হয়ে পড়েন। ২০১৯ সাল থেকে শুরু হয় ডায়ালিসিস। কিন্তু এই চলতি বছরের জানুয়ারিতে তাঁর রেনাল ফেল করে। সেই সময় থেকেই অসুস্থ ছিলেন অবনীবাবু।
শুক্রবার ভোর ৪ টে নাগাদ সল্টলেকের এইচ বি ব্লকে তাঁর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার তাঁর মরদেহ কৃষ্ণনগরের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। সেখানেই নবদ্বীপ মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
এক সময়ের দক্ষ আই পি এস অফিসার ও পরবর্তীতে তৃনমূলের এই বিধায়কের মার্জিত ব্যবহারে বিরোধী দলের নেতা নেত্রীরাও তাকে শ্রদ্ধা করতেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।