ফ্লেয়ার ম্যানেজমেন্টের উদ্যোগে বেহালায় নাট্য প্রতিযোগিতা

Spread the love

ফ্লেয়ার ম্যানেজমেন্টের উদ্যোগে বেহালায় নাট্য প্রতিযোগিতা

পরিমল কর্মকার (কলকাতা) : দক্ষিণ কলকাতার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা ফ্লেয়ার ম্যানেজমেন্টের উদ্যোগে শুক্রবার (১২ আগষ্ট) বেহালা শরৎ সদনে আয়োজিত হলো নাট্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মোট ৬টি স্কুল অংশ নেয়। বলাবাহুল্য, স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রীদের অভিনীত এই নাটকগুলি দর্শকদের মন জয় করেছে। অংশগ্রহনকারী স্কুলগুলোর মধ্যে ছিল — কাকলি বিদ্যামন্দির হাই স্কুল, বড়িশা গার্লস হাই স্কুল, বেহালা কিশোর ভারতী গার্লস হাই স্কুল, জগৎপুর রুক্মিণী বিদ্যামন্দির ফর বয়েজ, উচ্চ বালিকা বিদ্যামন্দির বড়িশা ও বেহালা বাণীতীর্থ গার্লস হাই স্কুল। নাট্য প্রতিযোগিতা পর তিনটি স্কুলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হিসেবে পুরস্কার ও অর্থ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে গায়িকা শুচিস্মিতা সহ সিরিয়ালের কিছু নামী অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন।

 

ফ্লেয়ার ম্যানেজমেন্টর কর্ণধার দেবতোষ চক্রবর্তী বলেন, নৈতিকতা ও নান্দনিকতা এই দুয়ের সহযোগে জীবনে পূর্ণতা আসে। এই আপ্তবাক্য মাথায় নিয়ে মানুষের পাশে থাকার জন্য উদার মন তৈরী ও সঠিক শিল্পচর্চার মাধ্যমে ছোট ছোট ছেলে-মেয়েদের পূর্ন বিকাশ সাধনের লক্ষ্য নিয়ে ফ্লেয়ার ম্যানেজমেন্টের পথ চলা শুরু হয়েছিল তিন বছর আগে। বিগত অনুষ্ঠানে এই মঞ্চে পাঁচটি বিদ্যালয়ের অভিনয় কুশলী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার স্বরূপ অর্থ তুলে দেওয়া হয়েছিল। পাশাপাশি “ভয়েস অফ ওয়ার্ল্ড” এর দৃষ্টিহীন ছেলে-মেয়েদের জন্য প্রয়োজনীয় সামগ্রী সহ সাধ্যমত আর্থিক সহায়তা প্রদানে তাদের এই সংগঠন সমর্থ্য হয়। তিনি আরও বলেন, অনুরূপভাবে এবছরও তিনটি স্কুলের ছেলে-মেয়েদের হাতে পুরষ্কার ও অর্থ তুলে দেওয়া হলো।

ফটো : সুচন্দ্রা মতিলাল ও স্বপন নস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.