*মানখন্ডে সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন আরও সুদৃঢ় করতে পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করালো তৃনমূল কংগ্রেস*
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার :-* আজ পবিত্র রাখি বন্ধন উৎসব গোটা দেশজুড়ে এই উৎসবে মেতে উঠেছেন সকল মানুষ। সকলেই একে অপরের হাতে রাখি পরিয়ে এই দিনটিকে পালন করছেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন।এই উৎসবের মধ্য দিয়ে সকল ধর্মের মধ্যে একত্রিত সম্পর্ক আরো সুদৃঢ় হয়।এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন ডা:হা:২নম্বর ব্লক যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন, দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃনমূল যুব কমিটির সদস্য কবিরুল ইসলাম,জেলা পরিষদের সদস্যা ডলি কোয়াল,মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র,অঞ্চল কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া,বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি,সহ অঞ্চলের একাধিক নেতৃত্ব বৃন্দ। যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন বলেন এই রাখি বন্ধন উৎসব ভাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়, মানখন্ড রাস্তায় পথ চারিদের সকল মানুষের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের কে মিষ্টিমুখ করানো হয়,এমন ভূমিকায় খুশি পথ চলতি সকলেই। দুই বছর অতি মারি করোনা পরিস্থিতি কাটিয়ে আবারও আনন্দের সঙ্গে এই উৎসব আয়োজন করা হয় বলে জানান। আপামর বাঙালি কে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহৎ রাখি বন্ধন ও সম্প্রীতির ঐতিহ্য গর্বের সাথে টিকিয়ে রাখতে অনুরোধ করেন।