দমদম থিয়েপেক্স নাট্যমঞ্চে অনুষ্ঠিত হল কোলকাতা রঙ্গশীর্ষ আয়োজিত একটি সেমিনার

Spread the love

আনিসুর রহমান, কোলকাতা : গত ১৬ই জুন দমদম থিয়েপেক্স নাট্যমঞ্চে অনুষ্ঠিত হল কোলকাতা রঙ্গশীর্ষ আয়োজিত একটি সেমিনার । উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য গবেষক সলিল সরকার, নান্দীপট নাট্যদলের নির্দেশক প্রকাশ ভট্টাচার্য এবং জেড থিয়েটারের নির্দেশক তথা চিত্রপরিচালক শঙ্খ ঘোষ। এই সন্ধ্যায় সেমিনারের বিষয় ছিল ‘থিয়েটারে শিল্প চেতনা’ ।

 

এদিন উপস্থিত বক্তাগণ তাঁদের নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বক্তব্য রাখেন যা আগামীদিনে তরুণ নাট্যকর্মীদের কাছে যথেষ্ট শিক্ষণীয় এবং সমৃদ্ধপূর্ণ। সুদীর্ঘ প্রায় এক ঘণ্টার এই নাট্য আলোচনায় দর্শক ও বক্তাদের মধ্যে এক সৌহার্দপূর্ণ সহযোগিতা গড়ে ওঠে যা নাট্য ঐক্যের বন্ধনে বেঁধে ওঠে ।

সবশেষে ছিল কোলকাতা রঙ্গশীর্ষ এর নিজস্ব প্রযোজনা ‘অন্য শকুন্তলা’ । অভিনয়ে ছিলেন পৃথা ভট্টাচার্য, প্রীতি চৌধুরী এবং সৌরভ আচার্য্য। সামগ্রিক নির্মাণে ছিলেন মনোজিৎ মিত্র । সর্বোপরি কানায় কানায় পূর্ণ দর্শক সমাগমে একসুন্দর নাট্যসন্ধ্যা কাটলো ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.