ধারাবাহিক আন্দোলনের সুফল, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয় চালুর বিজ্ঞপ্তি জারি

Spread the love

ধারাবাহিক আন্দোলনের সুফল, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয়ে এম.এ খোলার অনুমতি দিল উচ্চ শিক্ষা দফতর

সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবী চালু করার বিজ্ঞপ্তি জারি করলো উচ্চ শিক্ষা দপ্তর। যে সমস্ত অধ্যাপক, বুদ্ধিজীবী, সংগঠন ও প্রতিষ্ঠান এই দাবি আদায়ের প্রচেষ্টায় অংশ নিয়েছিল সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মহলের

নিউজ ডেস্ক:-  মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আরবি বিষয়ে এম.এ খোলার অনুমতি দিল উচ্চ শিক্ষা দফতর। আর এটি চালু হবে বর্তমান শিক্ষাবর্ষ ২০২১-২২ থেকে। এজন্য উচ্চশিক্ষা দফতর বরাদ্দ করেছে ৮০টি আসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুজাতা বাগচি ব্যানার্জি বলেন, উচ্চ শিক্ষা দফতর আরবি বিভাগ খোলার অনুমতি এবং ৮০টি আসন বরাদ্দ করায় আমি খুশি। আমি এই বিষয়ে উচ্চ শিক্ষা দফতরের কাছে কয়েকটি চিঠিতে বারবার অনুরোধ করেছিলাম। জেলাবাসীর একটা আকাঙ্খা পূরণ হওয়ায় আমি আনন্দিত। উল্লেখ্য এই খবরে বহরমপুর সহ মুর্শিদাবাদে খুশির জোয়ার দেখা যায়। এই বিষয়ে যারা আন্দোলন করছিলেন কিংবা দাবি জানাচ্ছিলেন তারাও সরকারি সিদ্ধান্তে খুশি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধন্যবাদ জানিয়েছেন। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সাহেবও সুজাতা বাগচি ব্যানার্জি সহ সংশ্লিষ্ট সবাইকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান ও পুবের কলম পত্রিকার সম্পাদকও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি কোর্স চালু ও ৮০টি আসন বরাদ্দ হওয়ায় সংশ্লিষ্ট সকলের শুকরিয়া আদায় করেছেন।

সব মহলেই খুশির হাওয়া ।

সৌজন্য:- পূবের কলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.