সিবিআই-এর ভয় দেখিয়ে মমতাকে রোখা যাবেনা — তৃনমূলের হোর্ডিং নিউমার্কেট এলাকায়
পরিমল কর্মকার (কলকাতা) : সিবিআই-এর বিরুদ্ধে ২০ আগস্ট তৃনমূলের হোর্ডিং পড়ল কলকাতার নিউমার্কেট এলাকায়। হোর্ডিংয়ে লেখা রয়েছে — “CBI-এর ভয় দেখিয়ে মমতাকে রোখা যাবেনা।” এই হোর্ডিংয়ের প্রচারে ছবি দিয়ে নাম রয়েছে স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা ও হকার্স ইউনিয়নের সম্পাদক মহম্মদ শাহনাওয়াজের। এখানে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের লোগো ব্যাবহার করা হয়েছে।
প্রসঙ্গত: মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং দূর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে যেসব ব্যক্তিদের সিবিআই গ্রেফতার করেছে — তারই প্রতিবাদে দলের পক্ষ থেকে এই হোর্ডিং দেওয়া হয়েছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। সিবিআই সূত্রের খবর, তৃনমূলের আরও ১৯ জন নেতা-মন্ত্রীও তাদের স্ক্যানারে রয়েছেন। এরই প্রতিবাদে হোর্ডিং ও সভা সমিতিতে সোচ্চার হয়েছে তৃণমূল — এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, এই হোর্ডিংয়ে ছবি রয়েছে — মমতা বন্দোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দোপাধ্যায়, সুদীপ বন্দোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, ঋতব্রত ভট্টাচার্য, দোলা সেন সহ আরও দুজনের। এই হোর্ডিংটা পড়ার পরই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে, এদেরও কি তাহলে সিবিআই ডাকতে পারে !